মানব পাচারকারীদের আস্তানায় দুই পক্ষের গোলাগুলি তরুণী নিহত

কক্সবাজারের টেকনাফের বাহার ছড়ায় গুলিতে এক তরুণী নিহত হয়েছে।







পুলিশ জানিয়েছে, স্থানীয় পাহাড়ে থাকার সন্ত্রাসীদের সঙ্গে মানব পাচার চক্রের সদস্যদের গোলাগুলির সময় ওই তরুণী গুলিবিদ্ধ হয়েছেন। 

আজ শুক্রবার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে বাহারচড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার পাহাড়ের পাদদেশে ওই গোলাগুলির ঘটনা ঘটে।


নিহত তরুণীর নাম সুমাইয়া আক্তার বয়স (১৮) । তিনি নোয়াখালিয়া পাড়ার বাসিন্দা মো.ছিদ্দিকের মেয়ে। গুলিবিদ্ধ অবস্থায় রাতে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডি এসবি ) অলক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন । 

আজ আর সোয়া ৮ টায় তিনি প্রথম আলোকে বলেন; সমুদ্র উপকূলের বাহারছড়া এলাকাটি মানব পাচারকারী চক্রের প্রধান ঘাঁটিতে পরিণত হয়েছে। 

সন্ধ্যায় মানব পাচার চক্রে সদস্যদের সঙ্গে পাহাড়ে থাকা সন্ত্রাসীদের গোলাগুলি ঘটনা ঘটে । গুলিতে সুমাইয়ার মৃত্যু হয় । 

তিনি বলেন, সন্ত্রাসীদের ও মানব পাচারকারীদের ধরতে পাহাড়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে।  তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ ইলিয়াস বলেন, 

সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য মানব পাচারকারী চক্রের সদস্যরা কিছু লোকজনকে পাহাড়ে  আস্তানায় জড়ো করে রাখেন। 

 খবর পেয়ে পাহাড়ে থাকা সন্ত্রাসীরা ঐ আস্থানায় হানা দিলে দুই পক্ষের গোলাগুলি হয়।  গোলাগুলির শব্দ শুনে লোকজন পালাতে থাকে।  এই সময় সুমাইয়ার ঘর থেকে বের হলে গুলিবিদ্ধ হন

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের     চিকিৎসক  নওশাদ আলম বলেন , 

হাসপাতলে আনার আগেই ওই তরুণীর মৃত্যু হয়।

 তাঁর শরীরে দুটি গুলির চিহ্ন পাওয়া গেছে ।

টেকনাফ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম রাত সাড়ে আটটায়  বলেন, 

 গুলিবিদ্ধ তরুনীর লাশ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে।
 এর জন্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।



Comments